অভিবাসীদের জনসমাজ জীবনে, উচ্চতর শিক্ষায় ও কর্মক্ষেত্রে স্থানান্তরিত হতে সাহায্য করার উদ্দেশ্যে বিধানসভাসদস্যা ক্রুজ, গভর্নর হোচুল নিউ ইয়র্ক রাজ্যের অভিবাসীদের একত্রীকরণ সংক্রান্ত গবেষণা ও নীতি বিষয়ক প্রতিষ্ঠান (NEW YORK STATE’S INSTITUTE FOR IMMIGRATION INTEGRATION RESEARCH & POLICY)-এর সূচনার ঘোষণা করলেন।

জনসমাজের নেতৃবর্গের উপদেষ্টা পরিষদ আগামি মাসে যুগান্তকারী নীতি প্রণয়নের সূচনার এবং একজন কার্যনির্বাহী নির্দেশক (Executive Director) এবং একজন সহকারী নির্দেশক (Assistant Director) নির্বাচন করার কথা নিশ্চিত করেছেন

অভিবাসীদের জনসমাজ জীবনে, উচ্চতর শিক্ষায় ও কর্মক্ষেত্রে স্থানান্তরিত হতে সাহায্য করার উদ্দেশ্যে বিধানসভাসদস্যা ক্যাটালিনা ক্রুজ, যিনি নব্য নব্য আমেরিকাবাসীদের জন্য বিধানসভার বিশেষ কর্মীবাহিনীর সভাপতি (Chair of the Assembly Task Force on New Americans) এবং গভর্নর ক্যাথি হোচুল আজ নিউ ইয়র্ক রাজ্যের অভিবাসীদের একত্রীকরণ সংক্রান্ত গবেষণা ও নীতি বিষয়ক প্রতিষ্ঠানের সূচনার ঘোষণা করলেন। এই প্রতিষ্ঠান, যারা রাজ্য সরকারের 2023 আর্থিক বছরে আর্থিক সাহায্য পেয়েছে, রকেফেলার ইনস্টিটিউট অব গভর্নমেন্ট থেকে তাদের কাজ করবে, যা নিউ ইয়র্কের জননীতি বিষয়ক চিন্তাভাবনার রাজ্য বিশ্ববিদ্যালয়। এই ঘোষণার সাথে একটি জনসমাজের নেতৃবর্গের উপদেষ্টা পরিষদ নির্বাচনের ঘটনা সমাপতিত হয়েছে, যারা আগামি মাসে যুগান্তকারী নীতি প্রণয়নের সূচনার এবং একজন কার্যনির্বাহী নির্দেশক এবং একজন সহকারী নির্দেশক নির্বাচন করবেন।

এদেশে এসে পৌঁছানো পর অনেক সময়েই অভিবাসীদের ইংরেজি ভাষা শেখা, সন্তানদের স্কুলে মানিয়ে নেওয়া, নিরাপদ ও ব্যয়সাধ্য বাসস্থান খুঁজে পাওয়া, প্রাণধারণযোগ্য পারিশ্রমিকের কাজ জোগার করা, ওই কাজে যাওয়া-আসার জন্য পরিবহনের জোগার করা, এবং উপলভ্য পরিষেবাগুলি পেতে নাভিশ্বাস উঠে যায়—অনেক সময়েই তা বিতাড়নের ভয় থেকেও। এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী নির্দেশক এবং সহকারী নির্দেশক অভিবাসন, অর্থনৈতিক, শ্রম ও অন্যান্য বাস্তব-সময়ের ডেটা বিশ্লেষণ করবেন এবং নীতিপ্রণয়নকারীদের জন্য সম্ভাব্য সমাধানসূত্র খুঁজে বের করবেন যাতে তারা সব বয়সের, সব দেশের, এবং সব পটভূমি থেকে আসা অভিবাসীদের সহায়তা প্রদানে রাজ্য সরকারের প্রতিবদ্ধতা গড়ে তুলতে সাহায্য করতে পারেন।

নিউ ইয়র্ক রাজ্যের অস্থায়ী ও বিকলাঙ্গদের সহায়তা বিষয়ক দপ্তর (New York State Office of Temporary and Disability Assistance (OTDA)) অনুযায়ী, 900 শরণার্থী ও বিশেষ অভিবাসীদের ভিসা (Special Immigrant Visa (SIV)) ধারকগণ 2021 সালে নিউ ইয়র্কে পুনঃস্থাপিত হয়েছে, মূলত কঙ্গো গণপ্রজাতন্ত্র, সিরিয়া, আফগানিস্তান, এবং বার্মা থেকে। গত 12 মাসের মধ্যে, অন্তত 1300 আফগান উদ্বাস্তুকে ও সেই সঙ্গে ইউক্রেনের শরণার্থীদেরকেও নিউ ইয়র্ক রাজ্যে পুনঃস্থাপিত করা হয়েছে।

বিধানসভাসদস্যা ক্যাটালিনা ক্রুজ, নব্য নব্য আমেরিকাবাসীদের জন্য বিধানসভার বিশেষ কর্মীবাহিনীর সভাপতি, বলেন, “এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলায় নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত, যা এমন সব নীতিগুলিকে আরও ভালভাবে আকার দিতে সাহায্য করার দিকে লক্ষ্য রাখবে যেগুলি আমাদের রাজ্যের বৃহৎ ও ক্রমবর্ধমান অভিবাসী জনসমাজের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক একত্রীকরণের কাজকে উন্নত করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে SUNY-র প্রতিভা ও বিশেষজ্ঞের বিপুল সংস্থানসমূহ অসাধারণ গবেষণা ও নীতি বিষয়ক সুপারিশরণের ব্যাপারে একটি অঙ্গীকারের মতো, যা সমস্ত নিই ইয়র্কবাসীদের জীবনের মানকে উন্নত করবে। বিধানসভার স্পিকার কার্ল ই. হিস্টি ও বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল দ্বারা এই প্রতিষ্ঠানকে প্রদত্ত শক্তিশালী আর্থিক সহায়তা নিউ ইয়র্ক রাজ্য যাতে গোটা দেশকে নেতৃত্ব দিতে পারে তা নিরন্তর নিশ্চিত করে যাবার ব্যাপারে এক বিশাল পদক্ষেপ হিসেবে কাজ করে, যা শুধু অভিবাসীদের স্বাগত জানিয়েই নয়, বরং তাদের আমেরিকাবাসী হয়ে ওঠার স্বপ্নকে পূরণকেও নিশ্চিত করে।”

SUNY-র অন্তর্বর্তী চ্যান্সেলর ডেবোরা এফ. স্ট্যানলি বলেন, “SUNY শিক্ষাপ্রাঙ্গনগুলি বিশ্বের অন্যতম সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ শিক্ষাগ্রহণের সুযোগের স্থান, এবং এখানে জীবনের সব ক্ষেত্রের, সব দেশের, এবং সব পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। রকেফেলার ইনস্টিটিউট অব গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানকে স্থান দেওয়ায় এবং অভিবাসীদের সহায়তা প্রদান ও স্বাগত জানানোর ও তাদের সাফল্যকে সুনিশ্চিত করার এই রাজ্যের দীর্ঘ প্রতিবদ্ধতাকে এগিয়ে নিয়ে যাবার কাজে আমাদের অত্যন্ত জরুরি সুবিধা প্রদান করায় আমরা সম্মানিত। আমি গভর্নর হোচুল ও আইনসভাকে আমার ধন্যবাদ – বিশেষকরে, বিধানসভাসদস্যা ক্যাটালিনা ক্রুজকে – এই প্রতিষ্ঠানটি তৈরির মধ্যে দিয়ে নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের জন্য, এবং সেই সঙ্গে আমি আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা পরিষদের সদস্যদেরকেও তাদের পরিষেবার জন্য আমার কৃতজ্ঞতা জানাতে চাই।”

এই প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদ মোটামুটিভাবে মূলত সেই সব সম্পন্ন নেতৃবর্গ নিয়ে তৈরি যারা তাদের অভিজ্ঞতা ও সুসম্পর্কের সন্নিবেশ ঘটিয়েছেন, সেই সঙ্গে প্রতিষ্ঠানের কাজে অভিবাসীদের একত্রীকরণের শরিকানা প্রতিবদ্ধতাও। উপদেষ্টা পরিষদ—যা গবেষণা, কার্যক্রম নির্মাণ, অর্থসংগ্রহের সুযোগ-সুবিধা ও জনসমাজমূলক অনুষ্ঠানগুলির ব্যাপারে এই প্রতিষ্ঠানকে পথনির্দেশ ও পরামর্শ দেবে—নিম্নোক্তদের নিয়ে তৈরি:

উইলমা আলভারাদো-লিটল, MA, MSW, সংখ্যালঘুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যগত অসাম্য প্রতিরোধ (Minority Health and Health Disparities Prevention), NYSDOH-এর পরিচালক।

ডাঃ লরা আঙ্কার, অধ্যাপক, আমেরিকান স্টাডিজ, SUNY ওল্ড ওয়েস্টবেরি

মুরাদ অবদেশ, কার্যনির্বাহী নির্দেশক, নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন

মার্কোস ক্রেস্পো, বোর্ড ট্রাস্টি, SUNY

ডাঃ আইজাক আর্লিক, অধ্যাপক, অর্থশাস্ত্র, বাফেলো বিশ্ববিদ্যালয়

লুসিয়া গোমেজ, রাজনৈতিক নির্দেশক, নিউ ইয়র্ক শহরের কেন্দ্রিয় শ্রম পর্ষদ (New York City Central Labor Council), AFL-CIO

লরা গনজালেজ, কার্যনির্বাহী নির্দেশক, নব্য আমেরিকাবাসীদের দপ্তর (Office for New Americans), NYS ডিপার্টমেন্ট অব স্টেট

রোমানা হার্নান্ডেজ, CUNY ডমিনিয়ন স্টাডিজ ইনস্টিটিউট-এর নির্দেশক, CUNY

পাওলা মার্টিনেজ, প্রতিষ্ঠান পরিষদ সভাপতি, SUNY

সিজার পেরালেস, ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি, SUNY

ডাঃ ডিনা রেফকি, সেন্টার ফর উইমেন ইন গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি, আলবেনি বিশ্ববিদ্যালয়-এর নির্দেশক

জেনিফার রিৎজো-চোই, কার্যনির্বাহী নির্দেশক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বাফেলো

জো-আন-উ, কার্যনির্বাহী নির্দেশক, এশিয়ান আমেরিকান ফেডারেশন